কোথাও নেই যানজট, নির্বিঘ্নে পদ্মা সেতু পার হচ্ছে যানবাহন

Passenger Voice    |    ১১:৫৮ এএম, ২০২৪-০৪-০৬


কোথাও নেই যানজট, নির্বিঘ্নে পদ্মা সেতু পার হচ্ছে যানবাহন

ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে ঘরে ফিরছেন মানুষ। দেশের মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহন। শনিবার (৬ এপ্রিল) দেশের দক্ষিণ-পশ্চিমবঙ্গের প্রবেশদ্বার পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় বাড়তি গাড়ি দেখা গেলেও নেই অতিরিক্ত চাপ।

পথে যানজট বা গাড়ি চলাচলে ধীরগতি নেই। নির্বিঘ্নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে যানবাহনগুলো। তবে দূরপাল্লার গণপরিবহনের চেয়ে ব্যক্তিগত গাড়ি বেশি দেখা গেছে।

পদ্মা সেতুর সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী জানান, তেমন চাপ নেই। কোথাও কোনও বিড়ম্বনা নেই। মানুষ সহজেই পদ্মা সেতু পাড়ি দিয়ে বাড়ি ফিরছেন।


প্যা/ভ/ম